আমরা রিসেন্ট কিছু ক্লায়েন্ট কমপ্লেইন পাইলাম যে উনাদের সাইটের রিসোর্স ইউসেজ হাই। সাইট বন্ধ হয়ে থাকতেছে, সার্ভার ইউজারদের সার্ভার ডাউন হয়ে যাইতেছে। আমাদের এন্ড থেকেও আমরা খেয়াল করেছে কিছু সাইট অনেক বেশী রিসোর্স ইউজ করতেছে, এভারেজের থেকে অনেক বেশী।
ডিপ ইনভেস্টিগেট করার আগে আমাদের ধারনা ছিলো মেবি ডিডিওএস, মেবি সার্চ ইঞ্জিন গুলার ক্রলার অদ্ভুত আচরন করতেছে।
গত ৩ দিনের ডিপ ডাইভের পর আমরা সর্বোচ্চ ট্রাফিক পাইলাম চাইনিজ কিছু আইপি থেকে। এন্ড আমাদের ধারনা এগুলো এ আই। নতুন নতুন এ আই আসতেছেই, ডিপসিক হোক বা ওপেন এ আই বা গ্রক। পৃথিবীর সব মেজর টেক জায়ান্ট রা হিউজ টাকা ঢালতেছে, আমেরিকান গুলা তো আছেই, ডিপসিক দেখে আলীবাবা গ্রুপ, টেনসেন্ট গ্রুপ , বাইটড্যান্স গ্রুপ ( টিকটকের মাদার কম্পানী ) সহ চাইনিজ রাও ম্যাসিভ ইনভেস্টমেন্ট করতেছে।
আপনার সাইটে হুট করে লোড বেড়ে গেলে দয়া করে আগেই বলবেন না যে হোস্টিং প্রভাইডার খারাপ কি এটাকে পড়ছি। হোস্টিং কম্পানী মালিক পক্ষদের প্রতিও রিকুয়েস্ট থাকবে, কেউ রিসোর্স ইউসেজ হাই করে ফেললে আগে কারন দেখবেন, বেশীরভাগ সময় সাইট ওনার জানেন ই না এই ব্যাপারে।
সিম্পলী এ আই দের ডাটা কালেকশন বট গুলো আপনার সাইট প্রতিদিন এমাথা থেকে ওমাথা ভিজিট করতেছে আপডেটেড রিয়েল টাইম ডাটার জন্য।
বন্ধ করা যায়, ক্লাউডফ্লেয়ার এর বট ফাইটিং মুড কিছুটা হেল্প করে, চায়না আর রাশিয়া কান্ট্রি হিসাবে ব্লক করে রাখতে পারেন। বাট আপনি যদি চান যে কোন এ আই কে আপনার সাইট/কম্পানী সম্পর্কে প্রশ্ন করা হলে সে সঠিক এন্সার দিক, এদের এক্সেস দেয়াটা ক্ষতিকর না লং টাইম গেমে। পুরাটা আপনার ইচ্ছা।
We recently received client complaints about their sites' high resource usage. Some sites have been shut down, and servers are experiencing outages. We have also noticed that specific sites use significantly more resources than average.
Before conducting a thorough investigation, we considered the possibility of a DDoS attack or unusual behavior from search engine crawlers.
After a detailed analysis over the past three days, we found that the highest traffic is coming from some Chinese IP addresses, and we suspect that these may be automated AI bots. Companies like DeepSec, OpenAI, Grok, and major tech giants are investing heavily in AI technology. This includes substantial investments from American companies and Chinese firms such as Alibaba Group, Tencent Group, and ByteDance (the parent company of TikTok).
If your site experiences a sudden increase in load, please refrain from quickly blaming your hosting provider. It's crucial to investigate the cause first, as site owners are often unaware of the reasons behind sudden spikes in resource usage.
Automated data collection bots from AI services may visit your site daily to gather updated real-time data.
You can mitigate some of this by enabling Cloudflare's bot-fighting mode, and you may choose to block traffic from countries like China and Russia. However, if you want AI applications to provide accurate information about your site or company, allowing them access may not be detrimental in the long run. The decision is ultimately yours.