Cloudflare কি? কেন এটি ব্যবহার করবেন?
Cloudflare হচ্ছে একটি মার্কিন কোম্পানি যা ফ্রিতেই Web Performance ও Security Service প্রদান করে। এটির একটি বিশ্বব্যাপী কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) রয়েছে এবং এটি DDOS অ্যাটাক প্রতিরোধ করে আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখে ।
কি কি সুবিধা পাবেন যদি আপনি Cloudflare ব্যবহার করেন?
১। আপনার সাইটের Security বৃদ্ধি হবে।
২। ফ্রিতেই SSL Certificate ইনস্টল করার সুবিধা পাবেন। যার মেয়াদ আজীবন পর্যন্ত।
৩। আপনার সাইটের Bandwidth কম খরচ হবে।
৪। আপনার সাইট ফাস্ট হবে।
৫। আপনার সাইট DDOS Attack থেকে মুক্তি পাবে।
৬। আপনার ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে বিস্তারিত Analytics & Logs পাবেন
৭। Cloudflare এর Bot Fight Mode অন করে বিভিন্ন প্রকার খারাপ বটগুলো থেকে আপনার সাইটকে সুরক্ষিত রাখতে পারবেন
৮। কোন কোন দেশ থেকে কি পরিমাণ ভিজিটর আসছে সেটাও দেখতে পারবেন
৯। চাইলে যেকোন ইউজারকে তার ip Address এর মাধ্যমে ব্লক করে দিতে পারবেন
১০। আপনার হোস্টিং সার্ভার ডাউন থাকলেও আপনার সাইট অনলাইন থাকবে।